জোনাল পাট চাষী সমিতি (জোপাচাস), রংপুর জেলা নির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ৫ আগস্ট ২০১৯ খ্রি উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লালবাগ, রংপুরে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে জনাব মোঃ আব্দুল ওয়াহাব মিয়া, সহসভাপতি পদে জনাব মোঃ আব্দুর রউফ শাহ, সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং সদস্য পদে জনাব মোঃ রমজান আলী, জনাব মোঃ মোজাফফর হোসেন, জনাব এস এম রাসেল ইবনে সিরাজ, জনাব মোঃ মমিনুর ইসলাম রব্বানী, জনাব যাদব চন্দ্র রায় ও জনাব মোঃ মিজানুর রহমান নির্বাচিত হন।
জোপাচাস নির্বাচনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুৃরের উপরিচালক ড. মোঃ সরওয়ারুল হক, রিটারনিং অফিসার ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব মোঃ খোরশেদ আলম সহকারী রিটারনিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সকল কার্যক্রমে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আফতাব হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিগণ বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস