Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কৃষক বন্ধু ফোন সেবা ৩৩৩১) এর শুভ উদ্বোধন
Details

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম “কৃষি বাতায়ন” এবং কৃষক বন্ধু ফোন সেবা (৩৩৩১)” এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে দেশের ১৪টি অঞ্চলের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।


কৃষি বাতায়ন ও কৃষি বন্ধু ফোন সেবা উদ্বোধনের মাধ্যমে কৃষি বিষয়ক সমস্যার সমাধান কৃষকদের মধ্যে দ্রুত ও সহজে সম্প্রসারণ সম্ভব হবে। এছাড়াও কৃষকদের যাবতীয় তথ্য, ফসলি জমি ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কৃষি তথ্য বাতায়নে সংরক্ষণের মাধ্যমে কৃষি উপাত্ত বিশ্লেষণ, পরিকল্পনা গ্রহণ করে কৃষি উন্নয়নে আগের চেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তাগণ।

এর ফলে আধুনিক কৃষি ব্যবস্থাপনার সুফল কৃষকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। কৃষকগণ ৩৩৩১ এ কল করে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যুক্ত হতে পারবেন।

Images
Attachments
Publish Date
28/02/2018
Archieve Date
31/12/2019