ক্র: নং |
সেবারধরণ |
সেবা
|
||
---|---|---|---|---|
০১
|
সহায়তা |
১.১ প্রযুক্তি সহায়তা |
|
|
১.২ মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করা |
|
|
||
১.৩ কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান |
|
|
||
১.৪ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা |
|
|
||
১.৫ সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান |
|
|
||
১.৬ কৃষি পণ্য বিপনণে সহায়তা করা। |
|
|
||
১.৭ কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা |
|
|
||
০২ |
প্রশিক্ষণ |
প্রশিক্ষণ প্রদান |
|
|
০৩ |
পুনবার্সন |
কৃষি পুনবার্সনে সহায়তা |
|
|
০৪ |
কৃষি ভর্তুকি |
কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদান |
|
|
০৫ |
ব্যাংক হিসাব খুলতে সহায়তা |
১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা প্রদান
|
◊ সহজ প্রক্রিয়ায় ১০ টাকা জামানতের বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে কৃষকদের সহায়তা প্রদান।
|
|
০৬ |
উপকরণ সহায়তা |
কৃষি উপকরণ সহায়তা প্রদান
|
কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। |
|
০৭ |
সার ডিলার নিয়োগ ও বালাইনাশকের লাইসেন্স প্রদান |
৪.১ সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ |
|
|
৪.২ বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান |
|
|
||
০৮ |
সংনিরোধ |
সংনিরোধ সেবা |
◊ কোয়ারেনটাইন রুলস প্রয়োগের মাধ্যমে সমুদ্র, স্থল ও বিমান বন্দরে বৈদেশিক রোগবালাই এর অনুপ্রবেশ ও বিস্তার প্রতিরোধ করা। ◊ দেশের অভ্যন্তরে ও আঞ্চলিক পর্যায়ে মারাত্বক বালাই অনুপ্রবেশ ও বিস্তার রোধে সেবা প্রদান করা। |
|
০৯ |
মনিটরিং
|
৯.১ সার মনিটরিং
|
◊ সারের আগমনী বার্তা প্রাপ্তির পর বিধি মোতাবেক বিত্রয়ের অনুমতি প্রদান। ◊ সার উত্তোলন, মজুদ ও সরবরাহ কার্যের নিয়ন্ত্রণ ও মনিটরিং। ◊ সারের মান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল সারের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন। |
|
৫.২ বালাই নাশকের মনিটরিং |
◊ সারেরনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল নাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন। |
|
||
১0 |
LCC ব্যবহার |
লীফ কালার চার্ট ব্যবহার |
|
|
১১ |
গুটি ইউরিয়া ব্যবহার |
গুটি ইউরিয়া ব্যবহার |
◊ গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শ প্রদান।
|
|
১২ |
মাটির স্বাস্হ্য সংরক্ষণ |
মাটির স্বাস্হ্য সংরক্ষণ। |
|
|
১৩ |
পরামর্শ |
১৩.১ সমন্বিত বালাই ব্যবস্হাপনা |
|
|
১৩.২ সেচ ব্যবস্হাপনা |
|
|
||
১৩.৩ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান |
|
|
||
১৩.৪ বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ |
|
|
||
১৩.৫ ফল বাগান সৃজন ও ব্যবস্হাপনা |
|
|
১। ব্লক পর্যায়ে
প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ২-৪ জন করে উপ সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। তাঁরা সরাসরি কৃষকের সাথে আলোচনা করে অথবা ফসলের মাঠ পরিদর্শন করে পরামর্শ সেবা প্রদান করেন। এছাড়া নতুন প্রযু্ক্তির কৃষকদের সাথে পরিচয় করিয়া দেয়া ও তা মাঠে বাস্তবায়ন করা, বিভিন্ন প্রকল্পের কৃষক মাঠ স্কুল গঠন ও তা পরিচালনা, মাটি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে থেকে রক্ষার উপায়, কৃষি বিষয়ক বিভিন্ন জরিপ, সরকার কর্তৃক কৃষকদের বিভিন্ন অনুদান প্রদানে সহায়তা, কৃষি উপকরন সহায়তা কার্ড প্রদান, সুষম সার ব্যবহার, পাইকারী ও খুচরা সার, কীটনাশকের দোকান মনিটরিং প্রভৃতি কাজ করে থাকেন।
২। ইউনিয়ন পর্যায়ে
ইউনিয় কৃষি তথ্য ও যোগাগোগ কেন্দ্রের (FIAC) মাধ্যমে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ সপ্তাহে ৫ দিন সরাসরি কৃষকদের কৃষি বিষয়ক লিখিত পরামর্শ ও মৌখিক পরামর্শ প্রদান করেন। প্রয়োজনে কৃষকের মাঠ পরিদর্শন করেন।
৩। উপজেলা পর্যায়ে
উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কর্মরত আছেন। তাঁরা প্রযুক্তি সম্প্রসারণে উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ, কৃষি মেলা ও উদ্বুদ্ধকরণ ভ্রমন বাস্তবায়ন ইত্যাদি কাজ ছাড়াও কৃষি যন্ত্রপাতি বিতরণ, বিসিআইসি রাসায়নিক সার ডিলারদের মনিটরিং, পাইকারী ও খুচরা সার, বীজ, কীটনাশকের লাইসেন্স প্রদান মনিটরিং এবং মাঠ পরিদর্শনের কাজও এ দপ্তরের কর্মকর্তাগণ করে থাকেন।
৪। জেলা পর্যায়ে
উপ পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর দপ্তেরে উপ পরিচালক, জেলা প্রশিক্ষণ অফিসার, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, উপ সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। এ দপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তাগণ প্রযুক্তি সম্প্রসারণে উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ, কৃষি মেলা ও উদ্বুদ্ধকরণ ভ্রমন বাস্তবায়ন ইত্যাদি কাজ ছাড়াও কৃষি যন্ত্রপাতি বিতরণ, বিসিআইসি রাসায়নিক সার ডিলারদের মনিটরিং ও বিভিন্ন রাসায়নিক সারের বরাদ্দ বিভাজন, পাইকারী ও খুচরা সার, বীজ, কীটনাশকের লাইসেন্স প্রদান এবং মাঠ পরিদর্শনের কাজও এ দপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তাগণ করে থাকেন।